দাঁতরাঙা

এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। সাধারণত পাহাড়ি অঞ্চলে একে দেখা যায়। তবে বাংলাদেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামেও দেখা মেলে। এটি যে অঞ্চলে জন্মে সেখানকার মাটি চা চাষের জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয়।

তাই একে টি-ইন্ডিকেটরও বলা হয়ে থাকে। এর আরও কিছু নাম রয়েছে যেমন- লুটকি, বন তেজপাতা, ফুটুল ইত্যাদি। দাঁতরাঙার বীজসহ ফল মুখে দিলে পুরো মুখ রঙিন হয়ে ওঠে। হয়তো সে কারণেই এর নাম হয়েছে দাঁতরাঙা। অন্যদিকে এর পাতা যেহেতু দেখতে তেজপাতার মতো তাই একে বন তেজপাতাও বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Melastoma malabathricum. এটি হৃদরোগ, উচ্চরক্তচাপ ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে ভেষজ হিসেবে কাজ করে।

এ গাছের কাণ্ড সরল ও নরম। সারা বছরই এই গাছে ফুল দেখা যায়। ফুলের রঙ গোলাপি-বেগুনি, ফুলের মাঝখানে হলুদ ও বেগুনি রঙের পাঁচটি করে পুংকেশর থাকে। এই গাছটি একসময় সারাদেশে দেখা গেলেও এখন আর তেমন দেখা যায় না। পরিবেশ বিনষ্টের কারণে ধীরে ধীরে বিপন্ন হয়ে উঠছে দাঁতরাঙা।


লেখা ও ছবি : সঞ্জয় সরকার

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //